বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বি এম হান্নান, চাঁদপুর থেকে : চাঁদপুরে শহরে ড্রেনেজ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের নি¤œাঞ্চলসহ বিভিন্ন স্থানে ব্যাপক পানিবদ্ধতার সৃষ্টি হয়ে মারাত্বক রুপ ধারণ করেছে। অধিকাংশ ড্রেনে ও শহরের প্রধান সড়কে পানি আটকিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। কোথাও কোথাও হাটুপানির নীচে ডুবে গিয়ে মানুষের চলাচলে বিঘœ ঘটে। গত ২-৩ দিনের বৃষ্টিপাতে পানি আটকিয়ে শহরবাসীর দুভোর্গ সীমা ছাড়িয়েছে। বৈশাখ থেকেই কম-বেশী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি এলেই শহরজুড়ে পানিবদ্ধতা সৃষ্টি হয়। ব্যস্ততম সড়কসহ পাড়া-মহল্লায় হাটু পরিমাণ আবার কোথায়ও আরো বেশী পানি থাকে। অপরিকল্পতি নগরায়নে পানি নিস্কাশনের খালগুলো ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সচেতন শহরবাসী মনে করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়া রাস্তা ড্রেনগুলোতে পানি চলাচল করতে না পারায় খোদ পৌরসভার সামনের কুমিল্লা রোড়সহ কালিবাড়ি মোড়, বকুলতলা ও পালবাজার এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এসময় ক্ষুব্ধ পথচারীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। শহরের নতুন বাজার পুরানবাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে একই চিত্র দেখা গেছে। শহরের ট্রাকঘাট, ট্রাক রোড়, রহমতপুর কলোনী, নাজির পাড়া, প্রফেসর পাড়া, কোড়ালিয়া, পুরানবাজারের রয়েজ রোড়, মধ্য শ্রীরামদি, ঘোষপাড়ায় বৃষ্টির পানি জমে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বাগাদী রোডের বাসিন্দা ও জেলা ক্যাবের সদস্য বিপ্লব সরকার জানান, শহরের এসবি খাল, রেল লাইনের পাশের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি বের হওয়ার ব্যবস্থা নেই। শহরের ওয়ারলেস এলাকার কাউন্সিলর মো. আলমগীর হোসেন গাজী জানান, চাঁদপুর-রায়পুর সড়কের ওয়ারলেছ এলাকায় সড়ক সংস্কার কাজ হওয়ার কারণে পানিবদ্ধতা সৃষ্টি হয়। ১০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শাহজাহান জানান, পানিবদ্ধতা নিরসনে কয়েকমাস পর পরই পৌরসভার পক্ষ থেকে ড্রেনগুলো পরিস্কার করে রাখি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা নেই। পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর পৌর সভার ড্রেনগুলো পুরাতন হওয়ায় মাটি গিয়ে ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি যেতে সময় লাগে। এতে করে শহরে পানিবদ্ধতা সৃষ্টি হয়। আগামী ২ মাসের মধ্যে সব ড্রেনের কাজ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।