Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে ধানা কাটা নিয়ে ২ দফা সংঘর্ষ, নারীসহ আহত ২৫

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ৭:২৫ পিএম

পাবনার চাটমোহর উপজেলায় ধান কাটা কেন্দ্র করে দুই দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তk ২৫ জন আহত হয়েছেন । চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বনগ্রামে সোমবার সকালে ধান কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এ সময় ১৫ জন আহত হন। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ চলে যাওয়ার পর সন্ধ্যায় আর এক দফা সংঘর্ষ হয়। এই সময় ১০ জন আহত হয় । আহতদের মধ্যে ১৫ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এদওে মধ্যে ৮ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানায় , বিরোধপূর্ণ জমিতে ইরি ধান কাটতে গেলে এই সংর্ঘষের ঘটনা ঘটে। পার্শ্বডাঙ্গার ৬ নং ইউনিয়নের মেম্বার লোকমান হোসেন ও এলাকার লোক জানান, এলাকার শমসের আলীর সঙ্গে তার ভাতিজা রঞ্জু প্রামানিকের জমি নিয়ে পাবনা আদালতে মামলব চলছে। বিরোধপূর্ণ জমিতে রঞ্জু প্রামানিক লোকজন নিয়ে ধান কাটতে গেলে অপরপক্ষ শমসের আলীর লোকজন বাধা প্রদান করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষেরূপ নেয়। সকালে সংঘর্ষে উভয় পক্ষ ধারালো দেশী অস্ত্র, লাঠি-সোটা, ফালা-শরকি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নারী- পুরুষসহ ১৫ জন আহত হন । সন্ধ্যার সংঘর্ষ মৃদু আকারে হয়। এ সময় ১০ জন আহত হন। পুলিশ অবশ্য সন্ধ্যার সংঘর্ষেও বিষয়ে কোন তথ্য পায়নি বলে জানিয়েছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এস. এম হাসান হাবিব জানান, এখনও কোন পক্ষই পক্ষই মামলা করতে আসেনি । তবে পুলিশ নিজ উদ্যেগে অগ্রসর হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ