Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় জিয়া-ফাহাদের হার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

কলকাতা ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টার চেস টুর্নামেন্টে ষষ্ঠ রাউন্ডে হেরেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। গেলপরশু ষষ্ঠ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার স›িদ্বপ সেনগুপ্তের কাছে হারেন জিয়া। ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২৭তম স্থানে আছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার। আগের রাউন্ডে দ্বাদশ স্থানে ছিলেন তিনি।
ভারতের ক্যান্ডিডেট মাস্টার মেন্দোকা লেওন লুকের কাছে ষষ্ঠ রাউন্ডে হেরে যাওয়া ফাহাদ ৩ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৮৫তম স্থানে আছেন। আগের রাউন্ডে ৫০তম স্থানে ছিলেন দেশের এই সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। স্বাগতিক দেশের অর্পন দাসকে ষষ্ঠ রাউন্ডে হারিয়েছেন নাসির আহমেদ। ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৪৪তম স্থানে আছেন এই ফিদে মাস্টার। ষষ্ঠ রাউন্ডে জেতা আরেক ফিদে মাস্টার আমিনুল ইসলাম ৪ পয়েন্ট নিয়ে রয়েছেন ৪৬তম স্থানে।
ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার পি শিয়ামনিখিলের সঙ্গে ষষ্ঠ রাউন্ডে ড্রয়ের পর সাড়ে ৩ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৮০তম স্থানে আছেন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলকাতা

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ