Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রতিবন্ধী আমিনুল ইসলাম ব্যবসা করে স্বাবলম্বী

নাঙ্গলকোট (কুমিল্লা) থেকে সায়েম মাহবুব | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

আমিনুল ইসলাম (৪০) জন্ম থেকে প্রতিবন্ধী। দু‘পায়ের হাঁটুর নিচের অংশ কোন শক্তি নেই। হাঁটু দিয়ে চলাফেরা করতে হয়। প্রতিবেশী এক লোকের সহায়তায় দেওয়া হুইল চেয়ারই তার চলার নিত্য সঙ্গী। অন্যের দয়ার উপর নির্ভর না করে আমিনুল ইসলাম ছোট একটি টং দোকান পরিচালনা করে এখন স্বাবলম্বী। স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নিয়ে সুখের সংসার করছেন।
আমিনুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের নারুয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি ফতেহপুর দৈনিক বাজারে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় ছোট টং দোকানে পান, সিগারেট, বিদ্যালয়ের ছেলেমেয়েদের চানাচুর, বিস্কুট, চকলেট, ছিপস, বুট, আচারসহ হরেক রকমের মালামালের পসরা সাজিয়েছেন। বিশেষ করে বিদ্যালয়ের ছেলেমেয়েরাই তার প্রধান ক্রেতা। সম্প্রতি তার দোকানে বসে এ প্রতিবেদকের কথা হয় আমিনুল ইসলাম জন্ম থেকে প্রতিবন্ধী। গত প্রায় ১৫বছর পূর্বে তার বাবা মৃত নুরুল ইসলাম মাত্র দুই হাজার টাকা পুঁজি দিয়ে তাকে ফতেহপুর দৈনিক বাজারে ব্যবসায় বসিয়ে দেন। এখন দোকানের পুঁজি প্রায় সাত হাজার টাকা।
প্রতিদিন বিক্রি হয় প্রায় বারশ টাকা। এতে আয় হয় প্রায় তিনশ টাকা। মাসে আয় হয় প্রায় নয় হাজার টাকা। এছাড়া এলাকাবাসী তার সহযোগিতায় এগিয়ে এসেছেন। প্রতি ঈদে ফিতরা, খালের টাকা, কাপড়-চোপড়, সরকারিভাবে প্রতিবন্ধী ভাতায় তার সংসার দিব্যি ভালোভাবে কেটে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ