Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মির্জাপুরে ট্রেনের ধাক্কায় লেগুনা দুমড়ে মুচরে নিহত ১, আহত ৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ৬:১২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা দুমড়ে মুচরে গিয়ে এক শিশুসহ তিনজন আহত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনের মির্জাপুর উপজেলার ডুকলা-হাটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম (১১) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাটি গ্রামের তমছের আলীর ছেলে। নিহত ও আহতরা সকলেই লেগুনার যাত্রী বলে জানা গেছে। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ট্রেনের ধাক্কায় ধুমরে মুচরে যাওয়া লেগুনা ট্রেন লাইনের উপরে পড়ে থাকায় তা সরিয়ে নেয়ার প্রায় আধঘন্টা পর চিত্রা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। দুর্ঘটনায় ট্রেনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাষ্টার নাজমুল হুদা বকুল জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, খুলনা থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেন বিকেলে পৌনে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনের মির্জাপুর উপজেলার ডুকলাটি লেভেল ক্রসিং এলাকায় পৌছালে বানিয়ারা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা ওই লেভেল ক্রসিংয়ের উপর বিকল হয়ে পড়ে। এসময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় লেগুনাটি ধুমরে মুচরে গিয়ে প্রায় ত্রিশ ফুট দুরে ট্রেন লাইনের উপর পড়ে। এতে ঘটনা স্থলেই শিশু সিয়াম নিহত হয়। এ ঘটনায় লেগুনার চালক রাজু মিয়া (৪০)সহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চালক রাজুর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাষ্টার নাজমুল হুদা বকুল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন ওই লেভেল ক্রসিংয়ে কোন গেইটম্যান নাই। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় আধঘন্টার বিকেলে সোয়া পাঁচটার দিকে ঢাকার উদ্দেশ্যে মির্জাপুর ছেড়ে গেছে। এছাড়া দুর্ঘটনায় ট্রেন ও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের ধাক্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ