প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোট: চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওয়েব সাইট চালু করা হয়েছে। গত ১৫ মে এই ওয়েব সাইট চালু করা হয়। এতে চলচ্চিত্রের শিল্পীদের স¤পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। শিল্পী সমিতিতে কতজন সদস্য আছেন, কত সালে সমিতি প্রতিষ্ঠিত হয়, কতজন শিল্পী মুক্তিযোদ্ধা ছিলেন, বর্তমানে কারা কারা কাজ করছেন, সে বিষয়গুলোও পাওয়া যাবে সাইটটিতে। সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্যদের প্রত্যক্ষ তত্ত¡াবধানে ওয়েবসাইটটি চালু হয়েছে বলে জানান সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান। তিনি বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পের ঐতিহ্য রয়েছে। অথচ সেসব স¤পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। যা পাওয়া যায়, তার বড় একটা অংশে থাকে ভুল। সঠিক তথ্য বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার জন্যই আমাদের এ উদ্যোগ। অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহŸায়ক নায়ক ফারুক বলেন, এর আগে নানা সময়ে যারা কমিটিতে ছিলেন, তারা এ ধরনের একটি উদ্যোগ না নেয়ার প্রধান কারণ হিসেবে আমি দেখি, তাদের উদাসীনতা। তারা বিষয়টা নিয়ে ভাবেনি। ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স¤পর্কে এখন অনেক তথ্যই পাওয়া যাবে ওয়েবসাইটে। এটা খুবই যুগোপযোগী এবং চমৎকার কাজ হয়েছে বলে মনে করি আমি। ওয়েবসাইট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান, ফেরদৌস আহমেদ, নায়িকা রোজিনা, অঞ্জনা, পপিসহ আরও অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।