২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
প্রঃ আমি বিবাহিতা। বয়স ১৭। কয়েক মাস ধরে আমার আঙ্গুলে বেশ কয়েকটি আঁচিল হয়েছে। আস্তে আস্তে এগুলো বাড়ছে। আঁচিল গুলো কিভাবে স্থায়ীভাবে দূর করা যায়-আপনার কাছে আমার প্রশ্ন।
-ফৌজিয়া, রামপুরা, ঢাকা।
উঃ আপনি এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত। তাই বলা যায় এগুলো ভাইরাস বাহিত এবং খুবই ছোঁয়াছে। দ্রæত এগুলো অপসারন না করলে ভবিষ্যতে খারাপ কোন সমস্যা তৈরি করতে পারে। আধুনিক লেজার সার্জারি বা রেডিও সার্জারির মাধ্যমে এগুলো নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৫। আমার-দু’চোখের নীচে এবং নাকের পাশে হালকা কালো রং ধারণ করেছে এবং দিন দিন গাড় হচ্ছে। এতে আমার মুখশ্রী নষ্ট হবার পথে,
Ñলুবনা। চট্টগ্রাম ভার্সিটি, চট্টগ্রাম।
উত্তর : আপনার সমস্যাটি চশমা ব্যবহারের জন্য হতে পারে বাÑ হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে। তাই দেরী না করে একজন অভিজ্ঞ ত্বক ও বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনের পরামর্শ নেবেন। তিনি বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসা বা লেজার সার্জারির মাধ্যমে আপনার সমস্যাটি নিরাময় করতে সক্ষম।
প্রঃ আমি অবিবাহিতা। বয়স ১৯। আমার মুখে অনেক ব্রণ। ওষুধ খেয়েছি। ভালো হচ্ছে না। এ থেকে কিভাবে পরিত্রাণ সম্ভব।
-লুনা, বলাখাল, হাজীগঞ্জ।
উঃ বর্তমানে কসমেটিক সার্জারি রেডিও সার্জারি মাত্র এক সেশন চিকিৎসায় কোনো পার্শ্ব-ক্রিয়া ছাড়াই ব্রণ নির্মূল করা সম্ভব।
প্রঃ আমি বিবাহিতা। বয়স ২৪। আমার মাথায় খুশকীসহ সারা গায়ে খুব চুলকানি হচ্ছে। দেহে র্যাশ হচ্ছে। এতে আমি বেশ কষ্ট পাচ্ছি। আমি দ্রæত এ অবস্থা হতে মুক্তি চাই।
-মিসেস সালমা বেগম, গুলশান-২, ঢাকা।
উঃ আপনার রোগটির নাম সম্ভবতঃ ‘সেবোরিক ডারমাটাইটিস’। চিকিৎসায় রোগটির নিয়ন্ত্রণ সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
০ ডাঃ একে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট,
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
ফোন : ০১৬৭৮৫৯২০৭১।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।