Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আহমেদ ইমতিয়াজ বুলবুল অসুস্থ

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: খ্যাতনামা গীতিকার-সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ভীষণ অসুস্থ। তার হার্টে ৮টি বøক ধরা পড়েছে। শিঘ্রই তার সার্জারি করা হবে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অপারেশনের আগে ১০ সেকেন্ডের জন্য বুকের মাঝে বাংলাদেশের পতাকা এবং কোরআন শরীফ রাখতে চাই। তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সম্প্রতি তিনি নিজের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয়ে বর্ণনা করেন একুশে পদক পাওয়া এ সংগীত ব্যক্তিত্ব। তিনি জানান, আমার হার্টে ৮টি বøক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। ইব্রাহিম কার্ডিয়াকে সিসিইউ-তে চারদিন ভর্তি ছিলাম। আগামী কয়েক দিনের মধ্যে হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি। কোনো সরকারি সাহায্য বা শিল্পী, বন্ধু-বান্ধবের সাহায্য আমার দরকার নাই, আমি একাই যথেষ্ট (শুধু অপারেশনের পূর্বে ১০ সেকেন্ডের জন্য বুকের মাঝে বাংলাদেশের পতাকা এবং কোরআন শরীফ রাখতে চাই)। আমি সকলের দোয়া চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুলবুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ