Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামায়াতের প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১১:২২ এএম

ভোট কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রভাব বিস্তার ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধাদানের মধ্যদিয়ে শুরু হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। সকাল থেকে সরেজমিন নানা কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।
২২ নম্বর ওয়ার্ড নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের চড় থাপ্পড় ও লাথি মেরে ভোটারদের বের কয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ভোট শুরুর আগেই লাইনে দাড়ানো ভোটারদের ধাওয়া দিয়ে কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেয়।
এদিকে ১৫ নম্বর ওয়ার্ড খালিশপুর প্রাথমিক বিদ্যালয়, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিরালা, গল্লামারি এলাকা, ২৭ নম্বর ওয়ার্ড পাইওয়ানিওর স্কুল ও কয়লা প্রাতমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে বিএনপির পোলিং এজেন্টদের প্রবেশ করতে দিচ্ছে না সরকার দলীয় প্রার্থীর লোকজন।
জেলা স্কুল কেন্দ্রে বাছাই করে ভোটার ঢুকানো হচ্ছে। কেন্দ্রের পাশেই মহড়া দিচ্ছে নৌকার সমর্থকরা। নূর নগর সরকারী প্রা. বিদ্যালয় ১৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নগন্য।
এদিকে ১৯ নম্বর ইসলামাবাদ স্কুল কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। জামায়াতের প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা সিটি

৩০ নভেম্বর, -০০০১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ