Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কূটনীতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:১৬ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি। গতকাল রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে বিএনপির প্রতিনিধি দল কূটনীতিকদের কাছে কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিশদভাবে তুলে ধরা হয়। খালেদা জিয়াকে চিকিৎসা করতে না দেয়া, তার পছন্দমত ডাক্তার দেখানো এবং হাসপাতালে চিকিৎসা নিতে না দেয়ার বিষয়েও তুলে ধরা হয়। খালেদা জিয়া গুরুতর অসুস্থ’ থাকার পরও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরিবেশ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ না করা এবং সর্বশেষ স্বাস্থ্যের অগ্রগতিও জানানো হয়। বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় কাগজপত্রও তাদেরকে কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ও চলমান রাজনীতির সর্বশেষ অবস্থাও তুলে ধরা হয়। এসময় বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, তাবিথ আউয়াল, ব্যারিস্টার রুমিন ফারহানা। বিদেশী কূটনীতিকদের মাঝে অংশ নেন কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, ইউএনডিপি, স্পেন, জাপান, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এবং দূতাবাসের ডেপুটি ও কর্মকর্তাগণ।



 

Show all comments
  • মোজাম্মেল হক ১৪ মে, ২০১৮, ১:৫৭ এএম says : 0
    এসব বৈঠক করে কী আদৌ কোন লাভ আছে ?
    Total Reply(0) Reply
  • md zohul islam ১৪ মে, ২০১৮, ২:২০ পিএম says : 0
    ধননবাদ বি এন পি কে সকল কে নিয়ে বসার জনন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ