Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ১১

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:১৪ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন। রোববারের এসব হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আত্মঘাতী হামলাকারীরা এসব হামলা চালিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা জানিয়েছেন, তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটেছে এবং ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একটি ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে মানগেরা গণমাধ্যমকে বলেন, একটি হামলাস্থলে আমরা এখনো প্রবেশ করতে পারিনি। টেলিভিশনে স¤প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি গির্জায় আগুন জ্বলছে, সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, একটি গির্জায় ছোট একটি শিশু ও এক কিশোর বয়সীকে নিয়ে এক নারী প্রবেশ করার পর নিরাপত্তা কর্মীরা তাকে প্রশ্ন করার সময় বোমার বিস্ফোরণ ঘটে। টেলিভিশনে স¤প্রচারিত ফুটেজে একটি গির্জার প্রবেশ পথের চারপাশে মোটরসাইকেল, ধ্বংসাবশেষ পড়ে থাকতে এবং পুলিশকে জায়গাটি ঘিরে রাখতে দেখা গেছে। চতুর্থ আরেকটি গির্জায় বিস্ফোরণ ঘটেছে কি না তাও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। হামলার পর রোববার সুরাবায়ায় সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি শহরটিতে আয়োজিত বড় একটি খাদ্য উৎসব বাতিল করা হয়েছে। রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি উচ্চ নিরাপত্তার কারাগারে কারাবন্দি জঙ্গিদের হামলায় অভিজাত সন্ত্রাসবিরোধী বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার কয়েকদিনের মধ্যে এসব বোমা হামলা চালানো হল। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় স¤প্রতি দেশের ভিতরে তৈরি হওয়া জঙ্গিদের পুনরুত্থান লক্ষ করা যাচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ