মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি হামলায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন হামলাকারীও। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে প্যারিসের অপেরা ডিস্ট্রিক্টে এই হামলার ঘটনা ঘটে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ হামলা ঘটনার নিন্দা করে জঙ্গিদের নির্মূল করার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, রক্ত ঝরার খেসারত দিচ্ছে ফ্রান্স। অপর দিকে, জিহাদি সংগঠন আইএস প্যারিস হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা হামলাকারীকে ‘ইসলামিক স্টেটের সৈনিক’ বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে বিবৃতিতে তারা জানিয়েছে, ইরাক ও সিরিয়ার বদলা নিতেই এই হামলা। খবরে বলা হয়, তদন্তকারী কর্মকর্তারাও এটিকে জঙ্গি হামলা ধরে নিয়েই তদন্ত শুরু করেছেন। আইসিস জিহাদিদের বিবৃতি ছাড়াও আরও একটি কারণে এটিকে জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার সময় শেষ বারের মতো ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা গিয়েছিল হামলাকারীর গলায়। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাই এই হামলাকে জঙ্গি হামলা বলেই তদন্ত শুরু করেছে প্যারিস পুলিশ। তবে এখন পর্যন্ত আঁততায়ীর নাম, পরিচয় জানাতে পারেনি পুলিশ। এএফপি, রয়টার্স।
ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছেন : মারকেল
ইনকিলাব ডেস্ক : ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরো বেশি জটিল করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেড়িয়ে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্ত দুঃখজনক। শনিবার ইতালিতে শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইয়েমেন যুদ্ধ সম্পর্কে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেন, ইয়েমেন যুদ্ধে জড়িত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করবে না তার সরকার। ইয়েমেনের পরিস্থিতি আর সহ্য করার মতো অবস্থায় নেই। ট্রাম্পের সিদ্ধান্তের পর ইরান ও ইসরাইলের মধ্যে যে উত্তেজনা বেড়েছে সে প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর বলেন, এ দ্ব›দ্ব নিরসনের জন্য প্রচেষ্টা জোরদার করা জরুরি। জার্মানি বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান। সিরিয়া থেকে যাওয়া বহুসংখ্যক শরণার্থী আশ্রয় দেয়ার কারণে অনুষ্ঠানে অ্যাঙ্গেলা মারকেলকে শান্তি পুরস্কার দেয়া হয়। সিরিয় শরণার্থী আশ্রয় দেয়ার সিদ্ধান্ত মারকেল এবং তার রাজনৈতিক দলের জন্য বড় রকমের ঝুঁকি ছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।