Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৬:৫৫ পিএম

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রবিবার (১৩মে) বিকেলে উপজেলার দয়ামীর কোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি হয়।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর কোনাপাড়া নামক স্থানে শেরপুর দিক থেকে আগত সিলেটমুখী একটি প্রাইভেট কার (সিলেট গ ১১-০৪০৩ ) নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক শামীম মিয়া (২৫) নিহত হন। নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছে কার চালকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারে কোনো যাত্রী ছিলেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ