নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আইপিএলের বিগ স্কোরিং ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জবকে ৩১ রানে হারিয়ে প্লে অফের আশা উজ্জ্বল করেছে কলকাতা নাইট রাইডার্স। ২৪৫ রানের বিশাল লক্ষ্যে ৮ উইকেটে ২১৪ রান করতে পারে পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ মিলিত সংগ্রহ।
শনিবার ইনডোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসেই ম্যাচর ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যায়। ঘরের মাঠে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ রানের এভারেস্টসম সংগ্রহ গড়ে কলকাতা। নিজেদের ইতিহাসে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ২২২ রান করেছিল কলকাতা। এতদিন ওটাই ছিল তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এবার সেটাকে টপকে নতুন রেকর্ড গড়লো শাহরুখ খানের দল।
সেবার ব্রান্ডন ম্যাককালাম একাই করেছিলেন ১৫৮ রান। এবার কেউ সেঞ্চুরির দেখা পাননি, তবে ব্যাট হাতে যিনিই নেমেছেন তিনিই দেখা দেন খুনে মেজাজে। শুরুটা করে যান ওপেনার হিসেবে ব্যাটে নামা সুনিল নারাইন। মাত্র ৩৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৫ রান করেন এই স্পিন-অল রাউন্ডার। একই রূপে ছিলেন আরেক ওপেনার ক্রিস লিনও (১৭ বলে ২৭)। তাদের দেখানো পথে হাঁটেন আন্দ্রে রাসেল (১৪ বলে ৩১), দিনেশ কার্তিকরা (২৩ বলে ৫০)। বাকি যারা ব্যাটে নামেন তারাও রাখেন ছোট কিন্তু কার্যকরী অবদান। ছয়জন ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ছিল দুইশ’র উপরে! কলকাতাও পেয়ে যায় রেকর্ড সংগ্রহ। ৬ উইকেটের চারটিই নেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারী অ্যান্ড্রু টাই (২০টি)।
জবাবে ছেড়ে কথা বলেনি পাঞ্জাবও। নইলে তাদের সংগ্রহটাও ৮ উইকেটে ২১৪ রানে পৌঁছাবে কেন। তবে কখনই মনে হয়নি বিশাল লক্ষ্য তারা তাড়া করতে পারবে। ঝড়ো ইনিংসের আশা ছিল ক্রিস গেইলের কাছ থেকে। কিন্তু ক্যারিবীয় ব্যাটিং দানব আউট হন ১৭ বলে ২১ রান করে। তবে আরেক ওপেনার লোকেশ রাহুলের ব্যাট কথা বলে এদিনও। এই রিপোর্ট লেখা পর্যন্ত এবারের মৌসুমে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক (৪৯১) লোকেশের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৬ রান। ২৯ বলে ৭ ছক্কা ও ২ চারে সাজান ইনিংসটি। এছাড়া অ্যারোন ফিঞ্চ (২০ বলে ৩৪), রবিচন্দ্রন আশ্বিনরা (২২ বলে ৪৫) চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পারে। ৪১ রানের খরচায় ৩ উইকেট নেন রাসেল, ২টি নেন প্রসিদ্ধ কৃষ্ণ।
১২ ম্যাচে ষষ্ঠ জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে কলকাতা। এক ম্যাচ কম খেলা পাঞ্জাব রয়েছে তিনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।