Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে হত্যার চেষ্টা চলছে -মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ২:২৩ পিএম

কয়েকটি রাজনৈতিক দল তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি ঠিক করেছে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘জি টোয়েন্টি ঘটনা’ কে দেয়া এক সাক্ষাৎকারে মমতা এমন দাবি করেন।

তিনি বলেন, আমার কাছে তথ্য আছে, কয়েকটি রাজনৈতিক দল…. আমি তাদের নাম বলবো না, তারা আমাকে হত্যার চেষ্টা করছে। তারা আমাকে হত্যার জন্য অর্থের বিনিময়ে ভাড়াটে খুনি ঠিক করেছে। কিন্তু আমি ভয় পাইনি।

পুলিশ তাকে অধিক নিরাপদ সরকারি বাংলোতে বসবাস শুরু করার পরামর্শ দিয়েছে ইঙ্গিত দিয়ে মমতা আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের একতলা ভবনে বসবাস করেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরও সরকারি বাংলোতে না উঠায় পুলিশকে তার নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পোহাতে হয়।

এরই মধ্যে একটি ‘পলিটিক্যাল উইল’ প্রস্তুত করেছেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, তার অবর্তমানে তার দলের টিকে থাকা নিশ্চিত করার কাজ তিনি করে রেখেছেন।

তিনি বলেন, আমার অবর্তমানে কে দল চালাবে, কে সরকার চালাবে তার সবই আমি লিখে রেখেছি। আমার জরুরি পরিকল্পনা প্রস্তুত আছে।



 

Show all comments
  • Ramesh ১২ মে, ২০১৮, ৪:৪২ পিএম says : 0
    পশ্চিম বঙ্গ স্বাধীন হলে, সব ঠিক হয়ে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ