Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে ফকির ভেবে অনেক রেস্টুরেন্টে ঢুকতে দেয় না -অমিতাভ রেজা

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ইদানিং মাথায় টুপি পড়ে থাকেন নির্মাতা অমিতাভ রেজা। কেন টুপি পড়ে থাকেন এমন প্রশ্নের জবাবে বেশ রশিকতা করে তিনি বলেন, টুপি ছাড়া থাকলে চুল আউলা ঝাউলা থাকে। তাই মাঝে মাঝে পড়ি। তাছাড়া আমি শূটিং থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি। কোনো রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায়, ফকির ভেবে আমাকে আটকে দেয়। তাই ইদানিং ভাব ধরেছি টুপি আর হাতে লাঠি নিয়ে। এগুলো পড়া দেখলে অনেকে ভাবে আমি কোন সম্ভ্রান্ত মানুষ। এদিকে আয়নাবাজি ব্যবসা সফল সিনেমা না উল্লেখ করে তিনি বলেন, মুক্তির আগ পর্যন্ত সিনেমাটির পেছনে খরচ হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা। এরপর যখন আরো কিছু হলে চলেছে তখন মেশিন ভাড়া, প্রচারণা মিলিয়ে খরচ হয় মোট ২ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে প্রডিউসারের অ্যাকাউন্টে ঢুকেছে ২ কোটি ৪২ লাখ টাকা। তবে কিছু হলের কাছে এখনো ৬৬ লাখ টাকা পাওনা রয়েছে, যা আর ফেরত পাবো না। হল মালিকরা বলেছেন, গত ১৫ বছরে কোন সিনেমা এত ব্যবসা করেনি। তাই তারা এই টাকা দিয়ে হলের টাইলস, বাথরূম ঠিক করেছে। ফলে আমরা এই টাকা আর কখনো পাব না। আগামী বছরে নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন বলে জানান অমিতাভ রেজা। তার নতুন সিনেমার নাম রিকশা গার্ল। এর শিল্পী নির্বাচনের কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেস্টুরেন্টে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ