রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার নেতৃত্বে র্যাব ও পুলিশ যৌথভাবে গতকাল শুক্রবার সকালে কাহালু বীরকেদার বারোমাইল নামক স্থানে হাইওয়ে গার্ডেন ভিউ চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৩৫ বোতল বিভিন্ন সাইজের মদ ও ৭৫ ক্যান্ট বিয়ার আটক করেছে। এ সময় রেস্টুরেন্টের মালিকসহ ২ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলা থানা বাসস্ট্যান্ড সংলগ্ন কাহালু উপজেলার বারোমাইল নামক স্থানে হাইওয়ে গার্ডেন ভিউ চাইনিজ রেস্টুরেন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শামীম আহম্মেদ, সান্তাহার সার্কেলের পরিদর্শক সামছুল আলম বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক, বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালান। প্রায় ২ ঘণ্টাব্যাপী উক্ত রেস্টুরেন্টের স্টাফ রুমের মেঝের নিচে (আন্ডারগ্রাউন্ড) একটি ঘর থেকে ১৩৫ বোতল বিভিন্ন সাইজের মদ ও ৭৫ ক্যান্ট বিয়ার উদ্ধার করেন। অভিযানকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়া করণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শরিফুল ইসলাম সংরক্ষিত পণ্যের মোড়ক ব্যবহার না করে এবং মূল্য নির্ধারণ ও উৎপাদনসহ মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্ট উল্লেখ না থাকায় ভোক্তা আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে অবৈধভাবে মদ ও বিয়ার রাখার অভিযোগে রেস্টুরেন্টের মালিক দুপচাঁচিয়া উপজেলার চক-সুখানগাড়ী গ্রামের আমিরুর ইসলাম বুলু ও কাহালু উপজেলা শেখাহার গ্রামের বাবলু সরদারকে আটক করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।