Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাহালুতে রেস্টুরেন্টে মদ ও বিয়ারসহ আটক ২

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার নেতৃত্বে র‌্যাব ও পুলিশ যৌথভাবে গতকাল শুক্রবার সকালে কাহালু বীরকেদার বারোমাইল নামক স্থানে হাইওয়ে গার্ডেন ভিউ চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৩৫ বোতল বিভিন্ন সাইজের মদ ও ৭৫ ক্যান্ট বিয়ার আটক করেছে। এ সময় রেস্টুরেন্টের মালিকসহ ২ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলা থানা বাসস্ট্যান্ড সংলগ্ন কাহালু উপজেলার বারোমাইল নামক স্থানে হাইওয়ে গার্ডেন ভিউ চাইনিজ রেস্টুরেন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শামীম আহম্মেদ, সান্তাহার সার্কেলের পরিদর্শক সামছুল আলম বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক, বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালান। প্রায় ২ ঘণ্টাব্যাপী উক্ত রেস্টুরেন্টের স্টাফ রুমের মেঝের নিচে (আন্ডারগ্রাউন্ড) একটি ঘর থেকে ১৩৫ বোতল বিভিন্ন সাইজের মদ ও ৭৫ ক্যান্ট বিয়ার উদ্ধার করেন। অভিযানকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়া করণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শরিফুল ইসলাম সংরক্ষিত পণ্যের মোড়ক ব্যবহার না করে এবং মূল্য নির্ধারণ ও উৎপাদনসহ মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্ট উল্লেখ না থাকায় ভোক্তা আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে অবৈধভাবে মদ ও বিয়ার রাখার অভিযোগে রেস্টুরেন্টের মালিক দুপচাঁচিয়া উপজেলার চক-সুখানগাড়ী গ্রামের আমিরুর ইসলাম বুলু ও কাহালু উপজেলা শেখাহার গ্রামের বাবলু সরদারকে আটক করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাহালুতে রেস্টুরেন্টে মদ ও বিয়ারসহ আটক ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ