Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এয়ারটেল ফেভারিটস ও এয়ারটেল কর্মীদের সিরাজ রেস্টুরেন্টে স্পেশাল ডিসকাউন্ট

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মীদের জন্য সিরাজ রেস্টুরেন্টে স্পেশাল ডিসকাউন্ট নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল। এ উপলক্ষে সম্প্রতি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সিরাজ রেস্টুরেন্টের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি গুলশান এভিনিউ (দক্ষিণ) সার্কেল-১ এ অবস্থিত সিরাজ রেস্টুরেন্টে স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এয়ারটেল ফেভারিটস সদস্য এবং এয়ারটেল কর্মীরা সিরাজ রেস্টুরেন্টে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করবেন। ১৯৪০ সালে আরশাদ আলি এবং মোহাম্মদ হোসেন বিহার থেকে কলকাতায় পাড়ি জমান এবং সিরাজ নামে ছোট একটি খাবারের দোকান খোলেন। তারা মোগল ‘দম পুখ্ত’ নামে একটি রন্ধনপ্রণালীর গোপন রেসিপিসমূহ ব্যবহার শুরু করেন, যাতে সুগন্ধি মশলার ব্যবহার হয়। বিগত বছরগুলোতে এটি মুম্বাই, ব্যাঙ্গালুরু এবং দুবাইতে এর শাখা খুলেছে এবং বাংলাদেশে এবার এর যাত্রা শুরু হল। সিরাজের সর্বকালের সেরা রেসিপিগুলোর মধ্যে রয়েছে বিরিয়ানী, চাপ, রেজালা, মুর্গ মুসাল্লাম, রান-এ-সিরাজ, কাশা গোশত, লিভার ভুনা, ফিরনী, শাহীটুকরা ইত্যাদি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশের পক্ষ থেকে হেড কর্পোরেট এন্ড প্ল্যাটিনাম সার্ভিস আজমত উল্লাহ খান, হেড পিআর এন্ড আইসি এক্সপেরিয়েন্স শমিত মাহবুব শাহাবুদ্দীন, হাই ভ্যালু সার্ভিস এক্সপেরিয়েন্স মালিক মেহেদী রেজা, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার শাকির এম বায়েজীদ এবং সিরাজ রেস্টুরেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোপ্রাইটর সীমা হায়দার চৌধুরী এবং ম্যানেজার দীপঞ্জন ঘোষ।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এয়ারটেল ফেভারিটস ও এয়ারটেল কর্মীদের সিরাজ রেস্টুরেন্টে স্পেশাল ডিসকাউন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ