Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে রেস্টুরেন্টে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ৭

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের সংখলা প্রদেশের একটি রেস্টুরেন্টে গ্রেনেড হামলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। গত সোমবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হয়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সংখলা প্রদেশের দিপহা এলাকার সই সাওন সৈকতের পাশে অবস্থিত কাম কারাওকি নামে একটি রেস্টুরেন্টে গ্রেনেড হামলা হয়। এ সময় পরপর দু’টি গ্রেনেড বিস্ফোরিত হয়। দ্বিতীয় গ্রেনেডটি প্রথম গ্রেনেড থেকে ১০ মিটার দূরে বিস্ফোরিত হয়। এদিকে, এই ঘটনায় স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো পর্যটকদের মুয়াংগ, হাত ইয়াই, দিপহা, সাবাওই, চানা ও নাথাই এবং আশপাশের পর্যটন স্পটগুলোতে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ডে রেস্টুরেন্টে গ্রেনেড হামলায় নিহত ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ