মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাভা দ্বীপের একটি আগ্নেয়গিরিতে বাষ্প ও ছাই উদগিরণ শুরু হওয়ার পর কাছাকাছি এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। ঘনবসতিপূর্ণ জাভার মাউন্ট মেরাপিকে ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরির একটি হিসেবে বিবেচনা করা হয়। ২০১০ সালেও এর ধারাবাহিক অগ্ন্যুৎপাতে সাড়ে তিনশর বেশি মানুষ নিহত হয়েছিল। সাড়ে পাঁচ হাজার মিটার উচ্চতার মেরাপি থেকে উদগিরণ শুরুর পর সতর্কতা হিসেবে শুক্রবার অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে রয়টার্স জানিয়েছে। আগ্নেয়গিরিটির আশপাশের ৫ কিলোমিটার পর্যন্ত অধিবাসীদের ঘরবাড়ি ছেড়ে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা। পায়ে হেঁটে মেরাপি অভিযানে যাওয়া ১২০ জন নিরাপদে আছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র সুতপো পুরও। ছাইয়ের কারণে সৃষ্ট বিপর্যয় মারাত্মক বিপদ সৃষ্টি করতে পারে এ আশঙ্কায় কাছাকাছি ইয়োগইয়াকার্তা বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ারনাভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।