মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় ইসরাইলের হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে ইরান বলেছে, এ ধরনের আগ্রাসনে নিজেদের রক্ষার পূর্ণ অধিকার আছে দামেস্কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তেহরান তার অন্যতম মিত্র সিরিয়ার পাশে দৃঢ় অবস্থান ব্যক্ত করল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের ঘোষণার পরপরই দামেস্কের দক্ষিণে কিসবেহ এলাকায় ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ। সিরিয়ায় সাত বছরের গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণাধীন সরকারি বাহিনীর পক্ষে যুদ্ধ করছে ইরানের কুদস ফোর্স ও লেবাননভিত্তিক গেরিলা দল হিজবুল্লাহ। টালমাটাল মধ্যপ্রাচ্যে আসাদ ও হিজবুল্লাহকে আগে থেকেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করছে ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা। সা¤প্রতিক বছরগুলোতে যুদ্ধে এদের ধারাবাহিক বিজয় কপালে ভাঁজও বাড়িয়েছে ওয়াশিংটন-তেল আবিবের। নিজের সীমান্তের উত্তর দিকে লেবাননি-সিরিয়ান ফ্রন্ট তৈরি হওয়ার শঙ্কায় উদ্বিগ্ন ইসরাইল সিরিয়ায় ইরান ও হিজবুল্লাহর অবস্থানগুলোতে বার বার বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলি মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কোনরিকাস জানান, বৃহস্পতিবার ইরানি বাহিনীর ছোড়া রকেটগুলোর মধ্যে ‘অল্প কয়েকটিকে’ ধ্বংস করেছে ইসরাইল, বাকিগুলো আঘাত করলেও ইসরাইলি অবস্থানের ‘সীমিত’ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। “আমরাও পাল্টা হামলা চালিয়েছি, কিন্তু ওই বিষয়ে বিস্তারিত আর কিছু জানা নেই,” বলেছেন তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।