Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৃতীয় বিশ্বের ম্যাজিক-এর উদ্বোধনী প্রদর্শনী

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সত্যজিৎ গবেষক ও সাংবাদিক আনোয়ার হোসেন পিন্টুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তৃতীয় বিশ্বের ম্যাজিক’-এর উদ্বোধনী প্রদর্শনী আজ সন্ধ্যা ৬.৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী শেষে থাকবে মত বিনিময়ের আয়োজন। ওপার বাংলার প্রখ্যাত ঔপন্যাসিক স্বপ্নময় চক্রবর্তীর অণুগল্প অবলম্বনে ২০ মিনিটের এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চিত্রনাট্য, সংলাপ, পোস্টার, পোশাক পরিকল্পনা ও পরিচালনা করেছেন সত্যজিৎচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পিন্টু। প্রধান সহযোগী পরিচালক হচ্ছেন, আব্দুল্লাহ জাফর সমীর। চিত্রগ্রহণে জাহাঙ্গীর চিশতি ও মোরশেদ হিমাদ্রী হিমু। সম্পাদনা, শব্দ ও রঙ বিন্যাসকারী সুজন মাহমুদ এবং প্রযোজনা করেছেন হাসিনা বেগম। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন অলক ঘোষ। আনোয়ার হোসেন পিন্টু জানান, নিরেট বাস্তবতা বলতে যা বোঝায়, ‘তৃতীয় বিশ্বের ম্যাজিক’ সেই বাস্তবতার গল্প বা সিনেমা নয়। বলা যেতে পারে অবাস্তবতার বাস্তবতা। ‘তৃতীয় বিশ্বের ম্যাজিক’Ñএর মাধ্যমে মূলত অনুন্নত, স্বল্পোন্নত সম্পদশালী দেশগুলোর ওপর পুঁজিবাদী, সা¤্রাজ্যবাদী দেশগুলোর নানা অজুহাতে শক্তি প্রদর্শন, সম্পদ লুণ্ঠন, বাজার দখল এবং তাদের সমৃদ্ধ ঐতিহ্য বিনষ্টের প্রতিযোগিতার চিত্রটি রূপকার্থে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে।
ছবিঃ ম্যাজিক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ