Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনমজুরের ঘরে দুর্ধর্ষ চুরি

ছাতক (সুনামগঞ্জ ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ৯:২০ পিএম

ছাতকে এক দীনমজুরের বসত ঘরে মঙ্গলবার গভীর রাতে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে শোয়ার খাট, নগদ টাকা ও ধানসহ প্রায় ৫০হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, দক্ষিণ খুরমা ইউপির সেনপুর গ্রামের মৃত হাছন আলীর পুত্র তেলাইছ মিয়ার ঘরে গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটায় সিঁদ কেটে প্রথমে একজন চোর ভেতরে প্রবেশ করে। সে দরজা খোলার পর আরো ১০/১৫জন চোর ঘরে প্রবেশ করে তেলাইছ মিয়াসহ তার পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে ফেলে। পরে শোয়ার খাট, নগদ ৫হাজার টাকা, ধান, থালা-বাসন, লেফ-তোষকসহ ঘরের ৫০হাজার টাকা মূল্যের যাবতীয় মালামাল নিয়ে যায়। এবারে বোরো ফসলে মানুষের কাজ করে এসব টাকাও ধান সংগ্রহ করেন তেলাইছ মিয়া। গ্রামের চাঞ্চল্যকর কলেজ ছাত্র রিমন আহমদ হত্যা মামলার বাদিকে সহায়তা করায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে এসে এ ঘটনা করেছে বলে তিনি দাবি করেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ও সদস্য সুহেল আহমদ জানান, দিনমজুরের ঘরে চুরির ঘটনা অমানবিক। তারা জড়িতদের শাস্তি দাবি করেন। পুলিশ ঘটনার সত্যতা করে থানায় এখনো কোন এজাহার দেয়া হয়নি বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ধর্ষ চুরি

২৪ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ