মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ায় শেষ হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। তবে এনিয়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতা বলেছেন, ভোটগ্রহণের সময় শেষ হয়ে গেলেও অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বুধবার বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়, এখন চলছে গণনার কাজ। নির্ধারিত সময় শেষ হলেও অভিযোগ ছিল ধীরগতি ও অব্যবস্থাপনার। মাহাথির বলেছেন, ৫ টা বেজে গেলেও অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন। তবে নির্বাচন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ বলেন, ৫টার পরে ভোটদানের অনুমতি নেই। এটাই মালয়েশিয়ার নির্বাচন পদ্ধতি। কেউ এর বিরোধিতা করতে চাইলে আদালতে যেতে পারেন। এই পদ্ধতিতে কতজন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল তা এখনও জানা যায়নি। ভোটারদের জন্য পর্যাপ্ত ভোটগ্রহণ কেন্দ্র না রাখার সমালোচনা করেন মাহাথির। তিনি বলেন, ‘এই প্রক্রিয়া কার্যকরী নয়। আর এই ভুল ভোটারদের না।’ সংসদের ২২২ আসনে প্রতিনিধি নির্বাচনে বুধবার সকালে ভোট দেওয়া শুরু করে মালয়েশিয়ার ভোটাররা। নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা মাহাথির মোহাম্মদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রায় দেড় কোটি ভোটার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেয়। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব। প্রাক নির্বাচনি জরিপে তার জোটের বেশি আসন পাবেবলে আভাস পাওয়া গেলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আশঙ্কা রয়েছে। এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।