Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাহাথির-নাজিব ভোট দিয়েছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ৮:৪৫ পিএম

উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে নিজেদের ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট দিয়েছেন প্রতিদ্ব›দ্বী প্রধান দুই জোটের প্রধান নাজিব রাজাক ও মাহাথির মোহাম্মদ। মার্কিন সংবাদমাধ্যম এবিসি অনলাইনের খবরে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরসহ অন্য শহরগুলোতে সকাল সাড়ে আটটা নাগাদ ভিড় জমে যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা তিনটা পর্যন্ত ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। এই নির্বাচনে বিরোধি জোট পাকাতান হারাপান বা আশার জোটের নেতৃত্ব দিচ্ছেন ২২ বছর ধরে ক্ষমতায় থেকে আধুনিক মালয়েশিয়ার জনক খেতাব পাওয়া মাহাথির মোহাম্মদ। আর বারিসন ন্যাসিওনাল জোটের নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এবারের নির্বাচনে ২২২ টি সংসদীয় ও ৫০৫টি প্রাদেশিক আসনে নির্বাচনের জন্য মোট দুই হাজার ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৮ হাজার ২৫৩ টি পোলিং স্টেশনে ২৮ হাজার ১১৫টি বুথ স্থাপন করা হয়েছে। সকালেই নিজেদের আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান দুই জোটের নেতা। এবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহাথির

২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ