মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত রোহিঙ্গাদের বহিষ্কার করার তোড়জোড় শুরু করার প্রেক্ষাপটে রোহিঙ্গা মুসলিমরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। গত আগস্টে প্রবল সহিংসতার পর এসব লোক বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ১০-১১ মে ভারত সফর করতে যাচ্ছেন। এই সফরকালে তিনি উদ্বাস্তুদের ফেরত নেওয়ার ব্যবস্থা করতে ভারতের সাহায্য বাড়ানোর প্রস্তাব দেবেন বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে আসা লাখ লাখ উদ্বাস্তুর অবস্থা যাচাই করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরকালে তাদের পরিবেশ উন্নত করার তাগিদ প্রদানের প্রেক্ষাপটে সুষমা স্বরাজ মিয়ানমার যাচ্ছেন। গত জানুয়ারিতেই প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও মিয়ানমার নানা অজুহাতে তা বিলম্বিত করছে। মিয়ানমার বলছে, উদ্বাস্তুরা যেসব নথিপত্র জমা দিয়েছে, তা দুই দেশের সম্মত কাগজপত্রের সাথে মিলছে না। অবশ্য ভারতে অবস্থানরত রোহিঙ্গারা বলছে, হিন্দু গ্রæপগুলোর দাবির মুখে তাদের ফেরত পাঠানো হবে বলে তারা আশঙ্কা করছে। নয়া দিল্লির মদনপুরের কাছাকাছি থাকা রোহিঙ্গা শফিক-উর-রহমান বলেন, মিয়ানমার সরকার যত দিন পর্যন্ত আমাদেরকে তাদের নাগরিক হিসেবে গ্রহণ না করবে এবং আমাদের স¤প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাস বন্ধ না করবে ততদিন পর্যন্ত সরকারি আশ্বাসের কোনো অর্থ হয় না। সহিংসতা ও বৈষম্যমূলক আচরণের পর প্রায় সাত লাখ রোহিঙ্গা তাদের রাখাইন রাজ্যের বাড়িঘর থেকে পালিয়ে গেছে। মিয়ানমার সরকার তাদেরকে অবৈধ অভিবাসী মনে করে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।