নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশিপের ১০ স্বর্ণপদকের লড়াইয়ের মধ্যে নয়টিতেই খেলছে স্বাগতিক বাংলাদেশ। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে লড়বেন স্বাগতিক দলের অসীম কুমার দাস ও মো: আবুল কাশেম মামুন। ফলে এই ইভেন্টে সোনা ও রুপা দু’টিই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এছাড়া আজ কম্পাউন্ড মহিলা এককে রোকসানা আক্তার ও ইরাকের ফাতিমা আল মাসহাদানী, কম্পাউন্ড মিশ্র দলগতে এবং কম্পাউন্ড পুরুষ দলগতে বাংলাদেশ ও ইরাক, কম্পাউন্ড মহিলা দলগতে বাংলাদেশ ও মরক্কো স্বর্ণ জয়ের লড়াইয়ে নামবে। এদিন রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের মো: রুমান সানা ও সৌদিআরবের বিনালী আবদালেলাহ, রিকার্ভ মিশ্র দলগতে বাংলাদেশের রুমানা সানা ও নাসরিন আক্তার লড়বেন তুরস্কের বেরেকেত বুকার ও উনসাল বেগুনহানের বিপক্ষে, রিকার্ভ পুরুষ দলগতে বাংলাদেশের মো: রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও শেখ সজিব মুখোমুখি হবেন নেপালের নাগারকোটি রুশান, শেরচান অসীম ও পুন মাগার তিলকের এবং রিকার্ভ মহিলা দলগতে বাংলাদেশের নাসরিন আক্তার, বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলা খেলবেন আজারবাইজানের গাসিমোভা অজি, ইবাদোভা সুগরাগহানিম ও রামাজানোভা ইয়ালাগুলের বিপক্ষে। বাকি ইভেন্ট রিকার্ভ মহিলা এককে তুরস্কের উনসাল বেগুনহান স্বর্ণপদকের জন্য লড়বেন স্বদেশী এস্তোনিয়ার পারনাট রিনার সঙ্গে।
গতকাল একটি ব্রোঞ্জপদক জিতে নেয় বাংলাদেশ। কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের বন্যা আক্তার ১৩৯-১৩৭ স্কোরের ব্যবধানে এস্তোনিয়ার হোইম এমিলীকে হারিয়ে ব্রোঞ্জ জয় করেন। এছাড়া কাল রিকার্ভ পুরুষ এককে এস্তোনিয়ার উনা মার্ট ৬-৪ সেট পয়েন্টে বাংলাদেশের মোহাম্মদ তামিমুল ইসলামকে এবং রিকার্ভ মহিলা এককে তাজিকিস্তানের তাগায়েভা জুখরো ৭-১ সেট পয়েন্টে স্বাগতিক দলের নাসরিন আক্তারকে হারিয়ে ব্রোঞ্জপদক জেতেন। রিকার্ভ মিশ্র দলগতে কিরগিজস্তান ৬-০ সেট পয়েন্টে এস্তোনিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। কম্পাউন্ড পুরুষ এককে ইরাকের সাখান ওয়ালিদ হামিদ ১৩৮-১৩৮ স্কোরে বাংলাদেশের মো: মিলন মোল্লাকে হারিয়ে ব্রোঞ্জপদক পান। কম্পাউন্ড মিশ্র দলগতে নেপাল বাই পেয়ে ব্রোঞ্জপদক পায়। এবং রিকার্ভ পুরুষ দলগতে সৌদিআরব ৫-১ সেট পয়েন্টে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।