Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আসামে ট্রাকভর্তি কুকুর আটক নিয়ে তোলপাড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ৮:৫৬ পিএম

ভারতের আসাম রাজ্যে ট্রাকভর্তি কুকুর আটক করা হয়েছে। আসামের নগাঁও জেলার কোলাইবরের কাছেই একটি দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রাকটি। এরপরই বেরিয়ে আসে আসল ঘটনা। সেই ট্রাক থেকে প্রায় ৬০টি কুকুর উদ্ধার করা হয়।এদিকে ভারতীয় পুলিশ কুকুরগুলো আটক করার পর এগুলোর গন্তব্য কোথায় ছিল তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে। আসাম থেকে প্রচুর গরু ও গরুর গোশতপার্শ্ববর্তী দেশে পাচারের অভিযোগ রয়েছে। কুকুরগুলোকেও গরু কিংবা অন্য কোনো গোশত হিসেবে চালিয়ে দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।ভারতের কয়েকটি রাজ্যে পচা গোশত কা- ঘিরে চলছে জোর তল্লাশি। উঠে আসছে নতুন নতুন তথ্য। এই অবস্থায় আসামের ঘটনা রীতিমতো নড়েচড়ে বসেছে সবাই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ