Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু স্বাস্থ্যসেবায় ১৫ বিলিয়ন ডলার ব্যয় সংকোচনের প্রস্তাব ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ৭:৫৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ বিলিয়ন ডলার ব্যয় সংকোচনের প্রস্তাব দিতে যাচ্ছেন।ট্রাম্প কংগ্রেসে এই প্রস্তাব দেবেন। ব্যয় সংকোচন প্রস্তাবে ট্রাম্প শিশুদের স্বাস্থ্য বীমা কমসূচি থেকে ৭ বিলিয়ন ডলার রয়েছে। গত সোমবার ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, ব্যয় সংকোচন প্রস্তাবে যে বরাদ্দের কথা বলা হয়েছে তা কেন্দ্রীয় তহবিলে অব্যবহৃত পড়ে আছে। এই ব্যয় সংকোচনে ফেব্রুয়ারিতে সমঝোতা হওয়া দুই বছরের বাজেটে কোনও প্রভাব পড়বে না।এক সিনিয়র কর্মকর্তা বলেন, ব্যয় সংকোচনের বড় প্রস্তাবটি আগামীতে আসবে।শিশুদের স্বাস্থ্য বীমা প্রকল্প থেকে বরাদ্দ কমানোর সম্ভাব্য প্রস্তাবের বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমার। তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মধ্যবিত্ত পরিবারের স্বাস্থ্যসেবায় আঘাত করে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা সন্তুষ্ট নন। এখন তারা এমন স্বাস্থ্যসেবার পিছনে লাগছে যেটার ওপর লাখো শিশু নির্ভরশীল। বিশেষ করে যখন ফ্লু ও মারাত্মক রোগ বাড়ছে।অবশ্য প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানান, ব্যয় সংকোচনের ফলে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হবে না। মোট বরাদ্দের ৫ বিলিয়ন ডলার যে খাত থেকে আসে তা আইন অনুসারে খরচ করা যায় না।ধনকুবের শিল্পপতি কোচ ব্রাদার্সের পৃষ্ঠপোষকতা পাওয়া রক্ষণশীল গোষ্ঠী অ্যামেরিকান্স ফর প্রসপারিটি সোমবার ৪৫ বিলিয়ন ব্যয় সংকোচনের প্রস্তাব দেয়। বেশিরভাগ বরাদ্দ কমানোর প্রস্তাব ছিল বেসামরিক খাতে। এর মধ্যে শিশুদের পুষ্টি প্রকল্পের দেড় বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব রয়েছে। এছাড়া আছে শিক্ষার্থীদের বৃত্তির ৭০০ মিলিয়ন ও আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতার ২.২ বিলিয়ন ডলার। এধরনের প্রকল্পের পক্ষে ডেমোক্র্যাটরা অবস্থান নিয়ে থাকে। রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ