বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবলের সেমিফাইনাল খেলার সময় দুই দলের দর্শকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এত দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম জনি ও সিরাজুল ইসলাম। এদের মধ্যে আব্দুর রহিমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, খেলার শেষ পর্যায়ে দুপুর একটার দিকে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুর রহিম জনি জিমনেসিয়ামের বাইরে বের হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ৪-৫ জন তাকে ধরে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক আব্দুর রহিমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘ঘটনা শুনেছি কিন্তু লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।