Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ভুয়া ডকুমেন্টে মিথ্যা মামলা করতে এসে ২ প্রতারক আটক

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ৭:৩৬ পিএম

ভুয়া ডকুমেন্ট তৈরি করে সোমবার মিথ্যা মামলা করতে এসে ফেঁসে গেছেন ঝিনাইদহের এক আইনজীবী সহকারী ও তার এক সহযোগী। বিচারকের জিজ্ঞাসাবাদে ঘটনাটি ভুয়া প্রতিপন্ন হওয়ায় মিথ্যা মামলা প্রচেষ্টাকারীর বাদী রফিকুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এই মামলায় ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী এ্যাড আব্দুল মান্নানের আইনজীবী সহকারী (মহুরী) লাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন আদালত। ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বেঞ্চ সহকারী মো: নাসির উদ্দীন এ ঘটনায় নিজে বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রফিকুল ইসলাম দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় একটি মামলা করতে আসেন। মামায় আসামী করা হয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পরানপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মো: নুরুল আলমকে। বাদী রফিকুল কাঠগড়ায় উঠে বর্ণনা দিতে শুরু করলে আমলী ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের সন্দেহ হয়। বিজ্ঞ বিচারক এ সময় বিভিন্ন প্রশ্ন করে বাদীর কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে তাকে খাসকামরায় ডাকেন। খাস কামরায় বাদী রফিকুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি বিজ্ঞ বিচারকের কাছে জানান, ২ নং আসামী মহুরী লাচ্চুর তৈরি করা মিথ্যা ডকুমেন্টের ভিত্তিতে তিনি এই মামলা করতে আসেন। তাছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরানপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মোঃ নুরুল আলমকে তিনি কখনোই দেখেননি বলেও বিচারককে জানান। মহুরী লাচ্চু তাকে জোর পূর্বক বাদী সাজিয়ে কাঠ গড়ায় তুলে দেয় বলেও রফিকুল জানান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নতুন চাকরী পাওয়া যুবকদের নাম পরিচয় জোগাড় করে ঝিনাইদহের একটি চক্র ভুয়া ষ্ট্যাম্প তৈরি করে। পরবর্তীতে ওই স্ট্যাম্প দিয়ে আদালতে মামলা করা হয়। রফিকুল ও লাচ্চু মহুরী সেই চক্রের হোতা ছিল। এরকম অনেক আইনজীবীর মহুরিরা এ ধরণের জালিয়াতির সাথে জড়িত যা তদন্ত করলে বেরিয়ে আসবে। মামলা দায়েরের পর থেকেই প্রতারক মহুরী লাচ্চু পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিথ্যা মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ