রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রভাবশালী মহল একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তেঁতলিয়া উপজেলার তিরনইহাট গ্রামের মুক্তিযোদ্ধা সামিরুল হককে ভিটেমাটি থেকে উচ্ছেদ ও চুরির অপবাদ দিয়ে পঞ্চগড় আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে একটি প্রভাবশালী মহল। একই গ্রামের আবু সায়েম কাবুল ধান চুরির মিথ্যা মামলা দায়ের করে মানহানি করেছে বলে এলাকাবাসির অভিযোগ। ভিটেমাটি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দগরবাড়ি গ্রামের নাজির হোসেন মামলা দায়ের করে পঞ্চগড় আদালতে। মতিউল ইসলাম বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করে। এছাড়াও মুক্তিযোদ্ধার পরিবারকে সর্বস্বান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পঞ্চগড় জেলা জজ আদালতে নাজির মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদি হয়ে ছিনতাই, খুন ও জখমের মামলা দায়ের করে। এ সমস্ত মামলার দায় সহ্য করতে পারছে না মুক্তিযোদ্ধা সামিরুল হক। সামরিুল হক একজন শান্তিপ্রিয় হওয়ায় তার ওপর অহেতুক মিথ্যা মামলা চাপিয়ে হয়রানি করার উদ্দেশ্যে মামলাগুলো দায়ের করা হয়। সমস্ত মামলার বাদিগণ এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছে না মুক্তিযোদ্ধা সামিরুল হক। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ আর্থিক ক্ষতি করে যাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা পরিবার চুরির অপবাদে পঞ্চগড় আদালতে দিনের পর দিন হাজিরা দিয়ে যাচ্ছে। এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তসাপেক্ষে মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য জোর দাবি জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।