রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মামলা ও হুমকি দিয়ে একটি গ্রামকে অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে। কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের বার্ষিক ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠ দখলকে কেন্দ্র করে এ ঘটনার অবতারণা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। লাটেঙ্গা গ্রামের নিরুপণ বিশ্বাস বলেন, গত ১২ বছর ধরে আমাদের গ্রামে বার্ষিক ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস। এ বছর দেশবন্ধু বিশ্বাস ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠ জোর করে দখলে নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতাকে বানচাল করার চেষ্টা করে। গ্রামের লোকজন এ ঘটনার প্রতিবাদ করে। গ্রামবাসী প্রশাসনের সহযোগিতায় দেশবন্ধুকে বাদ দিয়ে গত ২১ ও ২২ এপ্রিল ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এতে ক্ষিপ্ত হয়ে দেশবন্ধু বিশ্বাসের নেতৃত্বে ৭ জনের একদল লোক আমাকে গত ৪ মে মারপিট করে। এ ঘটনায় দেশবন্ধু বিশ্বাসসহ ৭ জনকে আসামি করে আমার বাবা অনন্ত বিশ্বাস বাদী হয়ে গত ৬ মে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন। মমলা থেকে বাঁচতে ও ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশবন্ধুর সমর্থক প্রণব বিশ্বাসের মাথা নিজেরা কেটে আমাদের বিরুদ্ধে ৬ মে আদালতে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। নিজেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে প্রতারণা করেন। বদলি, চাকরি দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার মামলায় বিগত ২০১২ সালে কোটালীপাড়া পুলিশ তাকে গ্রেফতার করে। লাটেঙ্গা গ্রামের নকুল বিশ্বাস মিহির বিশ্বাস, সঞ্জয় জয়ধর, হরগোবিন্দ বিশ্বাস বলেন, েেঘাড়দৌড় মাঠ দখলে ব্যর্থ হয় দেশবন্ধু বিশ্বাস। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের হত্যার হুমকি দিয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে আমরা সম্প্রতি কোটালীপাড়া থানায় জিডি দায়ের করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জহির মামলা ও জিডি দায়েরর কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। দোষীদের বিরেুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত দেশবন্ধু বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ঘোড়দৌড় মাঠে আমি ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করতেই আমি মাঠ দখলে নিতে চেয়েছিলাম। আমি কাউকে মারপিট বা হত্যার হুমকি দেইনি। এ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও জিডি করা হয়েছে। মামলা ও জিডি করে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি কারো সাথেই প্রতারণা করিনি। মিথ্যা প্রতারণা মামলায় পুলিশ তাকে ২০১২ সালে গ্রেফতার করেছিলো বলে তিনি স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।