Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়াকে ভাগ করার জন্যই মার্কিন সেনা উপস্থিতি

আবারো যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ল্যাভরভ

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ফোরাত নদীর পূর্ব তীরে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখা হয়েছে শুধুমাত্র দেশটিকে বিভক্ত করার জন্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দাবি করছে সিরিয়াকে সন্ত্রাসী মুক্ত করার জন্য তারা কাজ করছে কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র পূর্ব ফোরাতের পাড়ে সেনা অবস্থান গড়ে তুলছে দেশটিকে ভাগ করার জন্য। মার্কিনিদের এই দৃষ্টিভঙ্গিতে তাদের কিছু মিত্রও উৎসাহিত হচ্ছে। ইতালির প্যানোরমা ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকার গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দুমা শহরে কথিত রাসায়নিক হামলা সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সিরিয়ায় শান্তি দেখতে চায় না তারাই এই নোংরা উসকানি দিয়েছে। রাসায়নিক হামলার অভিযোগ তোলার এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি বলেন, যখন আন্তর্জাতিক তদন্ত দল দামেস্ক ও দুমা শহরে যাওয়ার জন্য প্রস্তুত তখনই যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন চালায়। এর আগে ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার প্রশ্নে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আবারো যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তিনি বলেছেন, মার্কিন সম্ভাব্য এই পদক্ষেপে বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশকে হারাবে। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেছেন। পার্সটুডে।



 

Show all comments
  • মাহবুব ৬ মে, ২০১৮, ১২:০৩ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন সত্য,যুক্তি,তথ্য কিভাবে অপব্যাখ্যার রঙিন মোড়কে দূর্বল মানবকে বিভ্রান্ত করে দর্শনগত মতাদর্শ প্রচারের গোড়ামীর তালিকার শীর্ষে রাশিয়া-চীনের অবস্থান বিশ্বের ইতিহাসে তা অমর হয়ে আছে।"রাজায় রাজায় যুদ্ধ হয় নল খাকড়া পুড়ে মরে"--ভারতচন্দ্রের বিখ্যাত উক্তি সিরিয়ার বেলায় কার্যকর।অথচ কি চমৎকার ভাষন!!! অনাগত মুসলিম বিশ্বের মেধাবী প্রজন্মের হাতে একদিন এর কর্মফল জমা।মানব ইতিহাস তাই বলে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ