Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন কেলেঙ্কারি, চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ৩:২২ পিএম

যৌন হয়রানির অভিযোগ তদন্ত নিয়ে বেকায়দায় থাকা সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার স্থগিত করেছে।

শুক্রবার এক বিবৃতিতে সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার স্থগিত করার এই ঘোষণাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে।

অ্যাকাডেমির স্থায়ী সেক্রেটারি অ্যান্ডার্স ওলসন বলেন, পরবর্তী নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার আগে অ্যাকাডেমির প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সময় নেয়া প্রয়োজন বলে আমরা ভেবে দেখেছি।

অ্যাকাডেমির এই সংকটের শিরোমনি ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্ট। সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী তিনি।

তার বিরুদ্ধে অ্যাকাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিকজনকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ রয়েছে।

সুইডেনের একটি পত্রিকায় এই যৌন হয়রানির খবর প্রথম প্রকাশ পেয়েছে।

১৯০১ সাল থেকে সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দিয়ে আসছে সুইডিশ অ্যাকাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সর্বশেষ ১৯৪৩ সালে পুরস্কার দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

দীর্ঘ সাত দশকের বেশি সময় পর আবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেল পুরস্কার

১২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ