Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ৪:১২ পিএম

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃ হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আলীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী বশির হাওলাদারের স্ত্রী জাকিয়া (৩৫) ও শিশুসন্তান সিয়াম (৪)। এ ঘটনায় তার অপর সন্তান রাজু (১৪) গুরুতর আহত হয়েছে।

নিহতদের পরিবার ও প্রতিবেশীরা জানান, পার্শ্ববর্তী একটি বাসা থেকে অবৈধ সংযোগ নিয়ে বশির বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। কোনো লিকেজ থেকে তার টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে রান্নাঘরের টিনের বেড়ার সঙ্গে হেলান দিলে কোলে থাকা শিশু সিয়ামসহ মা জাকিয়া বেগম নিহত হন। এর কিছুক্ষণ পরে ছেলে রাজু ঘরে এসে মা ও ভাইকে পড়ে থাকতে দেখে গায়ে হাত দিলে রাজুও বিদ্যুতায়িত হয়। এর পর রাজুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজুকে হাসপাতালে পাঠান।

মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ