Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রামপালে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৭:৪৯ পিএম

বাগেরহাটে রামপালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম শেখ তানভির (১১) । সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কন্যাডুব চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে৷ নিহত তানভীর একই গ্রামের নজরুল শেখ এর পুত্র ৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, নদীর তীরে বৈদ্যুতিক তারের সংযোগ স্থাপনের জন্য বাঁশ দিয়ে অস্থায়ী টাওয়ার নির্মাণ করা হয়েছিল৷ বিকেলে তানভীরসহ আরো ৩/৪ টি শিশু খেলা করতে গিয়ে ওই টাওয়ারে ওঠে৷ খেলার এক পর্যায়ে সে পা পিছলে বৈদ্যুতিক তারের উপর পড়ে যায়৷ এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মৃতদেহ তারে ঝুলতে থাকে৷

খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়৷ পরে সন্ধ্যা নাগাদ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ