Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

রাজধানীর পল্লবীতে মিরপুর বিহারী ক্যাম্পের একটি বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার খালাতো ভাই আজিজ। তিনি বলেন, মিরপুরে বিহারী ক্যাম্পে কালাম নামের এক ব্যক্তির বাসার দ্বিতীয় তলায় প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রী জাহাঙ্গীর। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। তার বাড়ি যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ