Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২০ পিএম

কবিরহাট পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন বিজয় (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফতেজঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন বিজয় ওই এলাকার আব্দুল মজিদ ভূঁইয়া বাড়ীর বাহাদুর মিয়ার ছেলে। সে ফতেজঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বৃষ্টির কারণে তাদের বাড়ীর পাশ্ববর্তী রাস্তার পাশের বিদ্যুতের তারসহ একটি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। সোমবার সকালে মুক্তবে যাওয়ার পথে ইকবাল তাল কুড়াতে ভেঙে পড়া ডালের পাশের একটি তাল গাছের নিছে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে নিহত হয়।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবালের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ