Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০১৮, ৪:০৭ পিএম | আপডেট : ৫:৩৫ পিএম, ২ মে, ২০১৮

ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে বুধবার দুপুরে ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মাহাবুবুর রহমান (৩৬), বাকুয়া গ্রামের আল-আমিনের স্ত্রী হাজেরা বেগম (২৩), যশোরের নওয়াপাড়ার বসুন্দিয়া এলাকার আসলাম হোসেন (৪৫) ও ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন ও তার মেয়ে পাপিয়া খাতুন (২০)। নিহত কামালের আরেক মেয়ে শিশু ইলমা (৫) ও লাউদিয়ার সোহেলসহ ৩ ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ইলমার অবস্থা সংকটাপন্ন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বুধবার দুপুরে সোয়া দুইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান, প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে আলু বোঝাই ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহাবুবুল ইসলাম, আসলাম হোসেন ও কামাল হোসেন নিহত হন। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় পাপিয়া খাতুন ও হাজেরা বেগমের। এ সময় আহত হন ইজিবাইকের আরো ৩ যাত্রী। আহতদের মধ্যে শিশু ইলমার অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার। হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহেল জানান, ঝড়বৃষ্টির কারণে আলু বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে মাথায় নিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় প্রচণ্ড ঝড়ে ওই গাছের ডালটি ইজিবাইকের উপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে দুজন জনের মৃত্যুবরণ করেন বলে জানান আহত সোহেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ