মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্য বামপন্থী নক্সাল বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা এক বছর বাড়িয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
মঙ্গলবার পুলিশের একজন কর্মকর্তা জানান, ‘ছত্তিশগড় বিশেষ জন নিরাপত্তা আইনের আওতায় রাজ্য সরকার বামপন্থী নক্সাল বিদ্রোহীর পাশাপাশি তাদের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়েছে।’
তিনি বলেন, ২০০৬ সালে প্রথম এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে রাজ্য সরকার এক বছর করে এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করছে।
ওই কর্মকর্তা বলেন, ‘ভারতের ছত্রিশগড় ও মহারাষ্ট্র রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে প্রায় ৪০ জন নক্সাল বিদ্রোহী নিহত হওয়ার কয়েকদিন পর নিষেধাজ্ঞা বাড়ানোর এ ঘোষণা দেয়া হলো। গত সপ্তাহের গোড়ার দিকে বিদ্রোহীদের বিরুদ্ধে শুরু করা এ অভিযান অব্যাহত থাকবে।’
ছত্তিশগড়, অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্রসহ ভারতের কমপক্ষে সাতটি রাজ্যে বর্তমানে নক্সাল বিদ্রোহীরা সক্রিয় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।