Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১৩

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ছত্তিশগড় রাজ্যে ছোট একটি সেতু থেকে চলন্ত বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। গত বুধবার রাজ্যের বলরামপুর জেলার ডালধোয়া ঘাট এলাকায় এ ঘটনায় ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। ব্যক্তিগত মালিকানাধীন বিলাসবহুল বাসটি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খ-ের গাধোয়া থেকে ছত্তিগড়ের রাজধানী রাইপুর যাচ্ছিল। ঘটনাস্থল ডালধোয়া রাইপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার এবং বলরামপুর জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে।  বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার ফোনে প্রেস্ট ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, বাসটি রাস্তার একটি  মোড় অতিক্রম করার সময় হঠাৎ করেই একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে, চালক মোটরসাইকেলটিকে এড়ানোর চেষ্টাকালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বাসটি সামনের সেতুর রেলিং ভেঙে নিচের শুকনো খাদে পড়ে কয়েকবার ডিগবাজি খায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান তিনি। সদানন্দ বলেন, এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ