Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছত্তিশগড়ে তিন বছরে এইডসে দেড় সহস্রাধিক প্রাণহানি

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে ৩ বছরে (২০১৩-১৫) এইডস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। ওই রাজ্যের বিধানসভায় এক প্রশ্নোত্তর পর্বে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয় বলে খবরে বলা হয়েছে। বিধানসভায় এমএলএ অমিত জোগীর একটি প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী অজয় চন্দরকার বলেন, রাজ্যে ২০১৩, ১৪ ও ১৫ সালে মোট এইডস রোগীর সংখ্যা ৮,৯৭৮ জন। এ ছাড়া রাজ্যে এই রোগে গত তিন বছরে মারা গেছে ১,৫৮৮ জন। তিনি আরো বলেন, এইডস রোগীর সংখ্যা কমিয়ে আনতে এইডস নিয়ন্ত্রণ সোসাইটি ২০টি শূন্য পদে বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। তার মধ্যে রয়েছে ১১ জন সহকারী পরিচালক এবং ছয়জন উপ-পরিচালক। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছত্তিশগড়ে তিন বছরে এইডসে দেড় সহস্রাধিক প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ