বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানের চালক নিহত ও তাঁর সহকারী আহত হয়েছেন। আহত চালকের সহকারী মামুন মিয়াকে (৪০) গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চালকের নাম শাওন মিয়া (২৫)। বাড়ি গাজীপুরের কাশেমপুর এলাকায়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ সূত্র মতে, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুরগামী পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-৮৪৯০) সঙ্গে উত্তরাঞ্চলগামী পাবনা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৬৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. ফজলুর রহমান জানান, নিহতের মরদেহ কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কাছে গাজীপুরের পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।