Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইতে স্কুল ভবন করে দিচ্ছে পিএইচপি

| প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাই উপজেলার বদিউল আলম মডেল হাই স্কুল ও কলেজের ভবন তৈরি করে দিচ্ছে পিএইচপি পরিবার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের হাতে রোববার স্কুলভবন নির্মাণের জন্য চেক তুলে দেন পিএইচপি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম, আবুল ফয়েজ, মীরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন ও তাজুল ইসলাম। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বৃহত্তর শিল্পগোষ্ঠী হিসেবে পিএইচপি পরিবারের প্রত্যেকটি সদস্য দেশের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন। এ শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার শিল্পপতি সুফি মিজানুর রহমানের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক অনেক দিনের। সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্কুলভবনসহ মীরসরাইয়ের উন্নয়ন কার্যক্রমে থাকতে পেরে পিএইচপি পরিবার আনন্দিত। ভবিষ্যতে সব রকমের সহায়তা আমরা করবো। তিনি বলেন, আমরা দেশের প্রতিটি মানুষকে শিক্ষিত দেখতে চাই। যে দেশের মানুষ যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর বেশি দিন দূরে নয়, আমরা অচিরেই উন্নত দেশে পরিণত হবো। প্রসঙ্গত স্কুলভবনটি প্রাথমিকভাবে পাঁচ তলা পর্যন্ত নির্মিত হবে। এর আগেও সুফি মিজানুর রহমান মীরসরাইয়ের বিভিন্ন হাসপাতাল, মসজিদ, মাদরাসার উন্নয়নে অনুদান দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মীরসরাই

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ