গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিরূপ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য জানান ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির। তিনি জানান, বেলা ১১টা থেকে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এটা সাময়িক। আবহাওয়ার গতিবিধি দেখে দ্রুত আবারও নৌযান চলাচল স্বাভাবিক করা হবে। এছাড়া পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস দেখে জানা যাবে আজ অন্য কোনো সময় নৌযান চলাচল বন্ধ রাখা হবে কিনা।
এর আগে রোববার (২৯ এপ্রিল) বিরুপ আবহাওয়া ও বৃষ্টির কারণে থেমে থেমে সদরঘাট টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জায়গায় নৌযান চলাচল করেছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে নদী বন্দরের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।