Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সদরঘাটে যাত্রী নিরাপত্তায় ২৮টি সিসি ক্যামেরা

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রী নিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধের জন্য দেশের প্রধান নদীবন্দর সদরঘাট ও এর আশপাশে ১৪টি পয়েন্টে ২৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট ঈদ ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন। তিনি বলেন, এবারের ঈদে যাত্রীদের বেশি নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। যাত্রীদের স্বার্থে বিভিন্ন পয়েন্ট ২৮টি ক্লোস সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
এ ছাড়া সদরঘাটে নৌ-পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনের পুলিশ, আনসার বিডিপি, র‌্যাব-১০, বিএনসিসি ক্যাডেট ও স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সদরঘাটে যাত্রী নিরাপত্তায় ২৮টি সিসি ক্যামেরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ