Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার ঐতিহ্যবাহী আর এম একাডেমির প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের পর্দা নামল জেমসের গানের মধ্য দিয়ে

মুরশাদ সুবহানী, পাবনা থেকে | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আনান্দগণ এবং উৎসব মুখর পরিবেশে শুরু হওয়া পাবনার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী) স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের গতকাল শনিবার ছিল শেষ দিন। নবীন আর প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় আর .এম একাডেমীর প্রাঙ্গন প্রাণের মিলন মেলায় পরিনত হয়েছে। শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী এই পুর্নমিলনী অনুষ্ঠানে এই স্কুল থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন স্থানে উচ্চ পদে কর্মরত বিশিষ্টজনরা উপস্থিত হন। তাদের অনেকের সাথে বহু দিন পর দেখা হওয়া অতীতবিধূরতায় ফিরে যান অনেকেই। দেশের বাইরে থেকেও আসেন অনেকে। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠিদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। মেতে ওঠেন হাসি, গান, আড্ডা, অতীত স্মৃতি নিয়ে আলাপ চারিতায়। এদের কারো বয়স ৯০, আবার কারো ৮০। বর্তমান প্রজন্মের ছাত্রসহ পঞ্চাশোর্ধ বয়সী সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত হন। শুক্রবার বিকেলে ছিল বৃক্ষরোপণ, কেক কাটা, ঢাকা কমিটিকে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি-ফানুস ওড়ানো। স্মৃতিচারণ করতে গিয়ে স্মরণ করা হয় প্রখ্যাত শিশুতোষ সাহিত্যিক ‘ময়নামতির চর’ খ্যাত কবি বন্দে আলী মিয়া (প্রয়াত)’র কথা । তিনি এই বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন। অনুষ্ঠানে অংশ নেন দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম রবি, এক সময়ের খ্যাতিমান ছাত্রনেতা নজমুল হক নান্নু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আ.স.ম আব্দুর রহিম পাকন, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, এক সময়ের বিশিষ্ট ক্রিকেটার মির্জাউল হোসেন তারাসহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠাস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করেন আমন্ত্রিত অতিথি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ। আলোচনা পর্বে শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এছাড়াও ছিল স্কুলভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শনী, র‌্যাফেল ড্র। বিকেলে মঞ্চ মাতান নগর বাউলের জনপ্রিয় শিল্পী জেমস। এর মধ্য দিয়ে পর্দা নামে ছাত্র পুর্নমিলনী অনুষ্ঠানের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐতিহ্যবাহী

১১ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ