বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরনগরী চট্টগ্রামের দীর্ঘদিনের পানিবদ্ধতা সমস্যা নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে মেগা প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। গতকাল (শনিবার) নগরীর ষোলশহর ২নং গেইট এলাকার চশমা খাল পরিষ্কার ও সংস্কারের মধ্যদিয়ে পানিবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্প বাস্তবায়ন শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। ‘চট্টগ্রাম শহরের পানিবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, স¤প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক এই মেগা প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার ৬শ’ ১৬ কোটি টাকা এবং প্রাথমিকভাবে বরাদ্দকৃত ৫শ’ কোটি টাকায় প্রকল্পের কার্যক্রম সূচিত হয়েছে। এরফলে চলতি বছরের বর্ষা মৌসুমে মহানগরী পুরোপুরি পানিবদ্ধতা মুক্ত না হলেও সহনীয় হবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, চাক্তাই, বকসিরহাট, দেওয়ানবাজার, খাতুনগঞ্জ, বৃহত্তর বাকলিয়া, চকবাজার ও চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় খাল সংস্কার, পরিষ্কার ও পুনঃখননের জন্য চিহ্নিত করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রথম দিকে এসব এলাকায় ১৬টি খালের কাদা পরিষ্কার ও পুনঃখননকাজ করা হবে। নির্ধারিত এলাকায় পানি নিষ্কাশনের লক্ষ্যে ১৬টি খাল পরিষ্কার করে খালের তলা ভরাট হয়ে যাওয়া বালি-মাটি-কাদা উত্তোলন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।