Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতা অবসানে খালখনন উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

বড়াইগ্রাম ইউনিয়নের বিনোদনশাহ হতে লক্ষ্মীপুর হয়ে উপলশহর ধলার বিল অভিমুখে চার কিলোমিটার দীর্ঘ খালখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে পানাসি প্রকল্পের আওতায় মোট ৪৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান তারমিন এন্টারপ্রাইজ খালটির খনন কাজ করছে। এ খালটির খনন সম্পন্ন হলে স্থানীয় চারটি বিলের প্রায় ১৫শ’ বিঘা জমিতে দীর্ঘ পাঁচ বছরের স্থায়ী পানিবদ্ধতার অবসান ঘটবে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সকালে খালের বিনোদনশাহ অংশে মাটি কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম মেয়র মাজেদুল বারী নয়ন, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও বিএডিসি’র সহকারী প্রকৌশলী জিয়াউল হক বক্তব্য রাখেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে খালটি খনন শুরু হওয়ায় স্থানীয় ৪-৫টি গ্রামের বাসিন্দারা চরম উচ্ছাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, এ খালটির বিভিন্ন অংশে দখল ও নাব্যতা হ্রাস পাওয়ার পাশাপাশি অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে চারটি বিলের প্রায় ১৫০০ বিঘা আবাদি জমিতে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গত পাঁচ বছর ধরে এসব জমিতে কোন ফসল না হওয়ায় শ’ শ’ কৃষক পরিবারের পথে বসার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে উপলশহর এলাকার শতাধিক বাড়িতে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। খাল খনন কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে এসব সমস্যার সমাধান হবে বলে জানান স্থানীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিবদ্ধতা অবসানে খালখনন উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ